আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২১ মার্চ: শিক্ষা কেন্দ্রে অমানবিক ঘটনা। পরীক্ষার ডিউটি দিতে গিয়ে অসুস্থ হয়ে দেড় ঘণ্টা মেঝেতেই পড়ে থাকলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। দেড় ঘণ্টা পর পৌরসভার এক সাফাই কর্মীর উদ্যোগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ হাইস্কুলে। ঘটনাস্থলেই তাঁর হাত-পা বেঁকে যেতে দেখা গেছে।
স্থানীয় সূত্রের খবর, এদিন বনগাঁ হাইস্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল। সেই পরীক্ষার ডিউটি করতে আসেন বনগাঁ থানার মহিলা সিভিক সপ্না হালদার। তিনি শিমুলতলার বাসিন্দা। এরপর দোতালায় একটি পরীক্ষা কক্ষের পাশে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে থাকা আর এক মহিলা সিভিককে তাঁর শরীর খারাপের কথা বলেন, একটু শুলেই ঠিক হয়ে যাবে বলে পাশের একটি বিল্ডিংয়ের বারান্দায় শুয়ে পড়েন ওই সিভিক ভলান্টিয়ার। একাধিক বার স্কুলের অন্যান্য কর্মীরা যাতায়াত করলেও তাঁর দিকে ফিরেও তাকায়নি কেউ। সঙ্গে থাকা এক পুলিশ কর্মী করোনার আতঙ্কে দূর থেকে তাঁকে দেখে চলে যায়। ঘণ্টাদেড়েক পর পৌরসভার এক সাফাই কর্মীর নজরে আসে বিষয়টি। তিনিই খবর দেন স্কুলের বাইরে ডিউটি দেওয়া অন্য সিভিকদের। তারপর তড়িঘড়ি তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।