নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ জুন: বেসরকারি স্কুলগুলির উপর সরকারের নিয়ন্ত্রন নেই বলে রাজ্যকে তোপ দিলীপ ঘোষের। তিনি বলেন, বর্তমান সময়ে বেসরকারি স্কুলগুলিতে ফি বৃদ্ধি হয়েই যাচ্ছে। যারফলে প্রতিদিন কলকাতায় বেসরকারি স্কুলগুলিতে বিক্ষোভ দেখাচ্ছেন অবিভাবকরা। সারা ভারতে এমন চিত্র আর কোথাও দেখাযাচ্ছে না বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন তিনি।
বেসরকারি স্কুলগুলি যাতে ইচ্ছামতো ফি বৃদ্ধি করতে না পারে তা সরকারের দেখা উচিত। প্রয়োজনে ফি বৃদ্ধি আটকাতে সরকারের হস্তক্ষেপ করা উচিত। না হলে সমস্যা আরও বাড়বে বলে জানান তিনি। প্রসঙ্গত, কলকাতায় প্রতিদিন বেসরকারি স্কুলগুলির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অবিভাবকরা। আজও তার ব্যাতিক্রম হয়নি। কলকাতার বউ বাজারে একটি বেসরকারি স্কুলের গেটে বিক্ষোভ দেখান অবিভাবকরা। দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ও শিক্ষাব্যাবস্থা পুরোটাই প্রাইভেটের মাধ্যমে চলছে। করোনার চিকিৎসা বেসরকারি হাসপাতালে ঠিকমতো হচ্ছে। কিন্তুু রাজ্য সরকারের হাসপাতালে ঠিকমতো হচ্ছে না। তিনি বলেন, অনেক আগেই কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে রাজ্যকে সুপারিশ করেছে। কিন্তু রাজ্য হাতগুটিয়ে বসেছিল।