Sukanta, Basirhat, local train, সড়ক পথে বাধা পাওয়ার আশঙ্কা, এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে কৌশলী সুকান্ত বসিরহাট গেলেন লোকাল ট্রেনে

আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: বাম কিম্বা বিজেপি, সন্দেশখালি পৌঁছাতে বারবার বাধা পেয়েছে। সেখানে পুলিশি ব্যারিকেট ভেঙে নৌকা করে পৌঁছাতে গিয়েছিল বামেরা, তাদের আটকে দেয় পুলিশ। সোমবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রতিনিধি দলকেও মাঝ রাস্তা থেকে ফিরতে হয়। তাই এবার নয়া কৌশল অবলম্বন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ট্রেনে চড়ে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর বসিরহাটে নেমে বাইকে চড়েন সুকান্ত মজুমদার।

যেহেতু সন্দেশখালির পাশাপাশি ১৪৪ ধারা জারি রয়েছে বসিরহাটেও, তাই কোনো রাজনৈতিক দলকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ প্রশাসন। কিন্তু বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরার কর্মসূচি নিয়েছে বিজেপি। আর দলের কর্মীদের দেওয়া কথা রাখবেন, তাই বসিরহাট পৌঁছনোর জন্য ট্রেনে চড়েই রওনা দেন বালুরঘাটের বিজেপি সাংসদ। লোকাল ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসিরহাট যান তিনি।

সুকান্ত মজুমদার হৃদয়পুর থেকে ট্রেনে চড়েন। বিজেপির রাজ্য সভাপতি বলেন, পুলিশ রাস্তা আটকানোর সমস্ত রকম ব্যবস্থা করেছিল। আমাদের কর্মীরা খবর দিয়েছে দুটো রাস্তাই আটকে রেখেছে। আমি কথা দিয়েছিলাম যেভাবেই হোক বসিরহাট পৌছাবই। এছাড়াও তিনি জানান, বাসন্তী রাজ্য সড়ক হয়ে বসিরহাট গেলে, আর পুলিশ তাকে বাধা দিলে রাস্তায় সাধারণ মানুষ সমস্যায় পড়ত। তাই সবদিক চিন্তা করে তিনি ট্রেন পথে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ট্রেনে বসিরহাটে গিয়ে বাইকে চড়ে এসপি অফিসের সামনে যেতে চান বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু বসিরহাটে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বসিরহাট জেলা পুলিশের অফিস চত্বর অর্থাৎ সংগ্রামপুর এলাকার ৫০০ মিটারের মধ্যে এই ১৪৪ ধারা বলবৎ করা হয়। সকাল থেকে মাইকিং করা হয় অবৈধ জমায়েত করলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সুকান্ত মজুমদার যাচ্ছেন বলেই প্রস্তুতিতে কোনোরকম খামতি ছিল না পুলিশের। একেবারে রণ শয্যায় সজ্জিত হয়ে বসেছিল বসিরহাট পুলিশ।

পুলিশ সুপারের অফিসের সামনে একাধিক ব্যারিকেট তৈরি করা হয়েছিল। ছিল জল কামান। বিপুল সংখ্যক র‌্যাফও ছিল। বিজেপি কর্মীরা ব্যারিকেট ভেঙে এগোতেই ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ছোড়ে কাঁদানে গ্যাসের শেল। আহত হন বহু বিজেপি কর্মী। বিনা প্ররোচনায় পুলিশের লাঠি চার্জের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *