আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল: অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে চন্দ্রকোনায়। এলাকাবাসীদের দাবি, শুক্রবার রাতে চন্দ্রকোনা ব্লকের রামগঞ্জ এলাকায় দেখতে পাওয়া যায় বাঘের মতো বড় একটি জন্তুকে। জন্তুটি রামগঞ্জে একটি কুকুরকে মেরে ফেলেছে বলে ওই এলাকার বাসিন্দাদের দাবি।
শনিবার সকালে রামগঞ্জ গ্রামের বিভিন্ন চাষের জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। করোনা আতঙ্কের মাঝে অজানা জন্তুর আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। শনিবার সকালে পায়ের ছাপ এবং মৃত কুকুরটিকে পড়ে থাকতে দেখে। গ্রামবাসীরা বনদপ্তরে খবর দেন। এলাকাবাসীরা জানিয়েছেন, জন্তুটি বড় ভোঁদড় বা বাঘও হতে পারে। খবর পেয়ে মেদিনীপুর বনবিভাগের সুলতাননগর বিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জন্তুটির পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছেন।