মোদীর পাঞ্জাব সফরে জঙ্গি নাশকতার আশঙ্কা! পাক গুপ্তচর সংস্থার মদতে হামলার সম্ভাবনা

আমাদের ভারত, ২১ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহালি সফরের আগে পাঞ্জাবে জঙ্গি নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে গোয়েন্দা সংস্থার তরফে সতর্ক করা হয়েছে।

সূত্রের খবর, মোহালি ও চণ্ডীগড়ের বাস স্ট্যান্ড গুলিকে জঙ্গিরা টার্গেট করতে পারে। এই নাশকতার পরিকল্পনার পেছনে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

এই খবর জানার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে পাঞ্জাববাসীর। স্বাধীনতা দিবসের ৭৫ তম পূর্তিতে কয়েকদিন আগে জঙ্গি নাশকতার আশঙ্কা ছিল দেশের একাধিক শহরে। তালিকায় ছিল পাঞ্জাবের একাধিক জায়গা। গোয়েন্দারা দাবি করেছেন, পাক মদদপুষ্ট জঙ্গি সংগঠনগুলো বর্তমানে চোরা রুটে ভারতের নতুন করে অস্ত্র ও গোলাবারুদ পাঠাতে শুরু করেছে। আর তাতেই উদ্বেগ বাড়ছে।

গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিদের নিশানায় রয়েছে ভারতের বিভিন্ন সেনাঘাঁটি। সেই কারণেই সীমান্তবর্তী সমস্ত সেনাঘাঁটি গুলিতে নতুন করে নিরাপত্তায় আঁটোসাঁটো করা হচ্ছে।

রাজ্যব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাঞ্জাবের রাজ্য পুলিশ, জিআরপি ও রাজ্য গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গুলির সাথে। চলছে ব্যাপক তল্লাশি অভিযান।

সূত্রের খবর, পাঞ্জাবের ১০ নেতাকে টার্গেট করেছে জঙ্গিরা। আগামী ২৪ আগস্ট পাঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একটি হাসপাতাল ও গবেষণা কেন্দ্র উদ্বোধন করার কথা তার। এই অনুষ্ঠানে তার সঙ্গে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবানকে মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *