আমাদের ভারত, হাওড়া, ১২ জুন: করোনা সংক্রমণের মাঝেই এবার ট্যারেন্টুলার আতঙ্ক ছড়াল হাওড়া জেলার জগতবল্লভপুরের মাজু যাদববাটি গ্রামে।
জানা গেছে, শুক্রবার সকালে যাদববাটি গ্রামের জনৈক মহিলা গাছে ফুল তোলার সময় একটি বড় লোমশ মাকড়সা দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা সেটিকে বোতলবন্দী করে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এক বছর আগেও মাজু বাজারে এই ধরনের একটি মাকড়সা দেখা গিয়েছিল। তাদের অনুমান এটি ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সা। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।