জে মাহাতো, মেদিনীপুর, ২৮ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ হলে জেলার নেতা ও কর্মীদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিl গতকাল পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর পূর্ব মেদিনীপুর জেলায় যেমন খেজুরির বেশকিছু তৃণমূল অফিসের দখল নিয়েছে বিজেপি তেমনি পশ্চিম মেদিনীপুর জেলাতেও বিদ্রোহের ইঙ্গিত পাওয়া গেছেl খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জহর পাল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা বর্তমান দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেনl এই পরিস্থিতি সামাল দিয়ে জেলার সংগঠন মজবুত রাখার লক্ষ্যেই আজ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ হলে জরুরি বৈঠক করেন সুব্রত বক্সিl
জানা গেছে আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থানগত জল্পনার মাঝখানেই মেদিনীপুরে সভা করছেন এবং এই সভাতে দুই মেদিনীপুরের লোকজন উপস্থিত থাকবেন বলে জানা গেছেl শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পর এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছেl মুখ্যমন্ত্রীর এই সফর থেকেও স্পষ্ট হচ্ছে শুভেন্দু হয়তো আর দলে থাকছেন না এবং এই জন্যই তার পর্যবেক্ষণের দায়িত্বে যে সমস্ত জেলা ছিল সেই সমস্ত জেলার নেতৃত্বদের একে একে কালীঘাটে তলব করা হচ্ছেl সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠক করছেনl আজ শনিবার শুভেন্দুর পর্যবেক্ষণে থাকা মালদা জেলার নেতৃত্বকে তলব করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠক করেছেনl যদিও বৈঠকে যাননি জেলা সভানেত্রী মৌসম নুর। শুভেন্দু অনুগামীদের ঠেকাতেই এই ধরনের জরুরী বৈঠক করা হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণাl