আমাদের ভারত, হাওড়া, ১২ ফেব্রুয়ারি: পারিবারিক বিবাদ চলাকালীন শাবল দিয়ে মেরে ছেলেকে খুন করার অভিযোগে বুধবার উলুবেড়িয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ২ রতন কুমার দাস আসামি সন্ন্যাসী পাত্র (৫৯) কে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
ঘটনা সম্পর্কে সরকারি আইনজীবী অনুপ্রিয়া ব্যানার্জি জানান, গত ২৮ মার্চ উলুবেড়িয়া থানার সুমদা কামিনা গ্রামের বাসিন্দা সন্ন্যাসী পাত্র ও তার ছেলে শ্যামল পাত্রের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ ঝামেলা চরমে উঠলে আচমকা সন্ন্যাসী পাত্র ঘরের মধ্যে থাকা একটি শাবল দিয়ে শ্যামলের মাথায় মারলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই মৃতের স্ত্রী উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর বুধবার তার সাজা ঘোষণা করেন। অনুপ্রিয়া ব্যানার্জি জানান, বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত জেল হেফাজতে ছিল।