অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ আগস্ট: পারিবারিক অশান্তির কারণে বাবার হাতে খুন হল ছেলে। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের পড়াশিয়া গ্রামের। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত ব্যক্তির নাম পরেশ নায়েক। বয়স ২৮ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, পরেশ নায়েকের পিতা ধনঞ্জয় নয়েক প্রায় প্রতিদিনই মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করত। গতকাল গভীর রাতের ধনঞ্জয় মদ খেয়ে এসে অশান্তি শুরু করে। সেই অশান্তি হাতাহাতিতে পরিণত হয়। তারপরেই ধনঞ্জয় পরেশকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি ঘটায় তাকে ঝাড়্গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ধনঞ্জয়কে গ্রেপ্তার করেছে।