আশিস মণ্ডল, রামপুরহাট, ৭ জুলাই: বৌমার অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় খুন করা হলো শ্বশুরকে। খুনের পর প্রমাণ লোপাট করতে মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে সোমবার দুপুরে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ গিয়ে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। মৃত শ্বশুরের নাম তামাল বাগদি (৫৮)। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রামে।
অভিযোগ, তামাল বাগদির বৌমা গ্রামের এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছিল। শ্বশুর তার প্রতিবাদ করলে অশান্তি হয় বৌমার সঙ্গে। অশান্তির জেরে প্রায় একমাস আগে বাড়ি ছেড়ে বাবার বাড়ি সিউড়ি চলে যায় বউমা। রবিবার তামাল বাগদি বাড়ি থেকে বেড়িয়ে চাষের কাজে জমি দেখতে গিয়ে আর ফেরেনি। এর পর সারারাত খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরের পাড়ে মাটি চাপা দেখে সন্দেহ হয়। মাটি সরাতেই মৃতদেহ দেখতে পায় রায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনা স্থানীয় তিন যুবকের পাশাপাশি বউমার বাবা ও মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন মৃত তামালের স্ত্রী। পুলিশ ঘটনায় তিন জনকে আটক করেছে।
তামালের স্ত্রী শুশনি বাগদির দাবি, বউমার বিবাহ বর্হিভূত সম্পর্কের প্রতিবাদ করায় তাঁর স্বামীকে খুন করা হয়েছে। ছেলে মাস ছয়েক আগে গ্রামেরই এক বধূকে নিয়ে বেপাত্তা হয়ে যায়। তারপর বউমা গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। দিন পনেরো আগে তাদের আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে অভিযোগ। তারপর থেকে বউমা বাপের বাড়িতে রয়েছেন।
শুশনি বলেন, ‘অবৈধ সম্পর্কে আপত্তি করায় গ্রামের দু’জনের যোগসাজশে বউমাই আমার স্বামীকে খুন করিয়েছে।’