আশিস মণ্ডল, রামপুরহাট, ৬ নভেম্বর: বোমা ফেটে জখম হল বাবা ছেলে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার বগটুই গ্রামের পূর্বপাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানাগেছে, বাবা পটল শেখ বাস চালক। ছেলে ইসমাইল শেখ বেকার যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বাবা ও ছেলে মিলে বাড়ির চারিপাশে বাঁশের বেড়া দিচ্ছিল। বেড়া দেওয়ার জন্য বাঁশের খুঁটি পুঁততে গর্ত করছিল দুজনে। সেই সময় মাটির নিচে লুকয়ে রাখা বোমা বিস্ফোরণ ঘটে দুজনে জখম হয়। বাবার মুখ ঝলসে গিয়েছে। ছেলের অবস্থা আরও আশঙ্কাজনক। প্রসঙ্গত, ২০১২ সালের ১১ সেপ্টেম্বর ওই গ্রামের কাঁদরের ধারে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৭ জন যুবকের মৃত্যু হয়। তারপর দুই রাজনৈতিক দলের দ্বন্দ্বে এলোপাথাড়ি বোমাবাজিতে বার বার উত্তপ্ত হয়েছে বগটুই গ্রাম।