অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ আগস্ট: এক আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেফতার করল বাবা ও ছেলেকে। ঘটনাটি গোপীবল্লভপুর থানা এলাকার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হল প্রভাষ রাউৎ এবং শ্রীমন্ত রাউৎ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ জুলাই সন্ধ্যে নাগাদ ওই মহিলা বাড়িতে একা ছিলেন। তার একা থাকার সুযোগ নিয়ে ছেলে ও বাবা তাকে বাড়ি থেকে টেনে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মহিলার চিৎকারে লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালায়।
গত পয়লা আগস্ট গোপীবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয়।অভিযোগের ভিত্তিতে গোপীবল্লভপুর থানার পুলিশ প্রভাষ রাউৎ এবং শ্রীমন্ত রাউতকে গ্রেফতার করে।অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও আদিবাসী নির্যাতন ধরায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। আদালত শ্রীমন্তকে তিন দিন পুলিশ হেফাজত এবং প্রভাষকে পাঁচ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।

