বিশ্বরূপ অধিকারী, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২১শে অক্টোবর: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবা ও সৎ মায়ের হাতে খুন হল ছেলে। বুধবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রানিনগর থানার চড় দুর্গাপুর এলাকায়।
জানাগেছে, মৃত যুবকের নাম বিকাশ মন্ডল। বয়স ৩৫। পরিবার সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরেই পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। আর যার যেরে ২০ বছর এই একই ভাবে অভিযুক্ত গণেশ মন্ডলের হাতে খুন হয় তার স্ত্রী। এবং আজও সম্পত্তি নিয়ে বিবাদ চরমে ওঠে যার ফলে মৃত যুবকের বাবা ও সৎ মা’য়ের হাতে ধারালো অস্ত্রের কোপ খেয়ে রক্তারক্ত অবস্থায় মৃত্যু হয়।।
পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রানিনগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত বাবা ও সৎ মা সহ মোট তিনজনকে আটক করে নিয়ে যায়।