পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: নিউদ্ধ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও তরুণ সংঘ বেয়ামাগারের মিলিত উদ্যোগে মেদিনীপুরে শুরু হলো ফাস্ট ন্যাশনাল শাওলিন কুংফু চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল সিলেকশন ২০২৩’। ‘Niyuddha Sports association of bengal’ -এর তরফ থেকে এবং তরুণ সংঘ ব্যয়ামাগার এর সহযোগিতায় মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে শুরু হলো এই অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের কর্ণধার তপন পন্ডিত জানিয়েছে, এই প্রতিযোগিতা ২২শে জানুয়ারি থেকে ২৩ শে জানুয়ারি পর্যন্ত চলবে। মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গ সহ দিল্লি, ত্রিপুরার মতো একাধিক রাজ্য ছাড়াও ভারতবর্ষের বাইরে নেপাল বাংলাদেশের মতো অন্যান্য দেশের প্রতিযোগিরাও অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতা থেকে দক্ষ কিছু প্রতিযোগীকে বেছে নেওয়া হবে যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
প্রতিষ্ঠানের সভাপতি তপন কুমার পন্ডিত জানান, “অভিভাবক এবং বাচ্চাদের উৎসাহ বাড়াতেই শাওলিন এবং কুংফুর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশেষ করে মেয়েদের আজকের দিনে সেলফ ডিফেন্স হওয়া খুব জরুরি। তাই এই উদ্যোগ। বিভিন্ন রাজ্য এবং দেশ মিলিয়ে সর্বমোট ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। যেহেতু আমি মেদিনীপুরের বাসিন্দা তাই মেদিনীপুরেই এই চ্যাম্পিয়নশিপ করার ইচ্ছে ছিল। বিশেষ করে মহিলারা, তাদের আমি কমান্ডো ট্রেনিং দিয়ে থাকি, পরবর্তীকালে তারা যাতে ভারতীয় সেনার সাহায্য করতে পারে।”
রবিবার সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, তরুণ সংঘ ব্যায়ামাগারের সভাপতি শান্তুনু চক্রবর্তী, নন্দলাল ভকত, সমাজসেবী উদয় রঞ্জন পাল, সহ সকল উদ্যোক্তা ও প্রতিযোগীরা। সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমাজসেবী শঙ্কর মাঝি।