পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার থেকে ইভিএম মেশিন পরীক্ষা করে দেখার কাজ শুরু হচ্ছে। এটাকে বলা হয় ফাস্ট লেবেল চেকিং (এফ এল সি)।
সোমবার জেলা নির্বাচন অধিকারিক তথা জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, জেলায় এখনো পর্যন্ত মোট বুথের সংখ্যা ৪৩৩৩টি। এটা বাড়িয়ে ৫০২১টি করা হবে। মঙ্গলবার খড়্গপুর মহকুমা শাসক কার্যালয়ে শুরু হবে ইভিএম ও ভি ভি প্যাট চেকিংয়ের কাজ। এরপর মেদিনীপুর জেলা কালেক্টরেট, ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে হবে পর্যায়ক্রমে। চেকিংয়ের কাজ চলার সময় নির্বাচন কমিশনের পাঠানো একজন পর্যবেক্ষক থাকবেন। ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন।
জেলা শাসক জানান, এই জেলায় ৪৪ হাজার ভোটারের কোনো হদিস পাওয়া যায়নি। সবথেকে বেশি খড়্গপুরে ২৫ হাজার। কম সবংয়ে, ৪০৫ জন। ২ লক্ষ ৪ হাজার ভোটারকে জন শুনানীতে ডাকা হবে। জেলায় ৮৪৪২৬ জন মৃত ভোটার পাওয়া গেছে। সবথেকে বেশি মৃত ভোটার মেদিনীপুর বিধানসভা এলাকায়, ১২০৫৭ জন। কম পিংলায়, ৩১২২ জন। জেলায় যত জন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন তাঁদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। কয়েকজন বিএলও খুবই ভালো কাজ করছেন।

