সহায়ক মূল্যে আলু কেনা ও ভিন রাজ্যে তা রফতানির দাবিতে ওন্দায় রাস্তায় আলু ফেলে বিক্ষোভ কৃষকদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ মার্চ: রাজ্যে আলুর উৎপাদন পর্যাপ্ত হলেও ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞায় আলুর দর নিন্মমুখী। এই পরিস্থিতিতে সহায়ক মূল্যে আলু কেনা ও ভিনরাজ্যে আলু রফতানির ছাড়পত্রের দাবিতে আজ ওন্দা বাজারে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখায় বামপন্থী কৃষক সংগঠন।এবার বাঁকুড়া জেলায় আলুর ফলন ভালো হওয়ায় আলু চাষিরা আশার আলো দেখছিলেন। কিন্তু সরকারি নীতির জেরে জেলা বা রাজ্যের আলু ভিন রাজ্যে রপ্তানি করা বন্ধ হওয়ায় আলুর দাম ক্রমশ নামছে।

রাজ্যজুড়েই এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন আলু চাষিরা। আলু ওঠার মরসুমে জলের দরে তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেক চাষি। কারণ বহু চাষি মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছিলেন। এখন তা শোধ দিতে হবে। ফড়ে বা দালালরা এই অসহায়তার সুযোগ নিচ্ছে। এই অবস্থায় অবিলম্বে রাজ্যজুড়ে সহায়ক মূল্যে আলু কেনা ও ভিন রাজ্যে আলু রপ্তানির সরকারি ছাড়পত্র দেওয়ার দাবিতে রবিবার বাঁকুড়ার ওন্দা বাজারে জাতীয় সড়কের উপর আলু ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখান বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। সংগঠনের নেতারা এদিন এলাকার চাষিদের নিয়ে ওন্দা বাজারে বিক্ষোভ মিছিল করেন। পরে চৌরাস্তা মোড়ে বস্তার আলু রাস্তায় ফেলে বিক্ষোভে সামিল হন।

সংগঠনের ওন্দা কমিটির সম্পাদক বিশ্বনাথ দে বলেন আমাদের দাবি, সরকারকে সরাসরি চাষির কাছ থেকে সহায়ক মূল্যে আলু কিনতে হবে। কোনো তৃণমূল নেতা বা দালাল নয়, সরকারকে প্রতি কুইন্টাল আলু ১০০০ টাকা মূল্যে নিতে হবে। অন্য রাজ্যে আলু বিক্রি করার ছাড়পত্র দিতে হবে। হিমঘরের ভাড়া কমিয়ে আলু রাখার জন্য চাষিকে অগ্রাধিকার দিতে হবে। অবিলম্বে দাবিগুলি পূরণ না হলে ১১ মার্চ রাজ্যজুড়ে জাতীয় ও রাজ্য সড়কে এভাবেই প্রতিবাদ আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *