Farmer, Jhargram, West Midnapur, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ধান সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, মাথায় হাত ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের চাষিদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: ঘূর্ণিঝড় ডানা’র ভয়াবহতার কথা মাথায় রেখে ঝাড়গ্ৰাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, মোহনপুর ব্লকের জন্য আবহাওয়া দফতরের লাল সতর্কতা জারি করা ছিল। শুক্রবার সকাল থেকে জেলার আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যায়। ঝাড়গ্রামের আকাশ সকাল থেকে কালো মেঘে ঢেকে যায়। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। সঙ্গে ঝড় বইতে শুরু করে। তবে ঘূর্ণিঝড়ের জন্য চিন্তায় জেলার চাষিরা। বিশেষ করে গোপীবল্লভপুর ১ এবং ২ ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষিরা সবজি ও ধান চাষের সমূহ ক্ষতির আশঙ্কা করছেন। চাষিদের কথায় এবছর এমনিতেই বর্ষার মরসুমে বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে। যার কারণে বর্ষার সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি আগেই হয়েছিল। আগস্ট মাসের বৃষ্টির কারণে পিছিয়েছে শীতের সবজি চাষ।

চাষিদের কথায় পরবর্তী সময় সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুরের আলমপুর, পিড়াশিমূল, বাকড়া, টোপগেড়িয়া এবং দাঁতন এলাকার শীতের সবজি চাষ বেশ খানিকটা এগিয়েছে। শুক্রবার সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয় টানা বৃষ্টি। বৃষ্টির জলে পচে নষ্ট হবে ফুলকপি, বাঁধাকপি সহ একাধিক সবজির মাঠ। পাশাপাশি চাষিদের কথায় বর্ষায় রোপণ করা ধান গাছের থোড় আসছে এই সময়। কিছু কিছু মাঠে ধানের শিষ পরিপক্ক হতে শুরু করেছে। ধান চাষের এরকম মুহূর্তে আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী প্রবল ঝড় আসলে ঝড়ের দাপটে পড়ে নষ্ট হবে ধান চাষ। স্বাভাবিক ভাবেই শীতের প্রাক মুহূর্তে ঘূর্ণিঝড় ‘দানা’র আগাম সতর্কতা ও শুক্রবার সকাল থেকে আবহাওয়া পরিবর্তন দেখে চিন্তায় গোপীবল্লভপুর এবং দাঁতন সহ সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *