আমাদের ভারত, ৯ ডিসেম্বর: দীর্ঘ ১৫ মাস, দিনের হিসেবে করলে দাঁড়ায় ৩৭৮ দিন পর বেশিরভাগ দাবি আদায় করে আন্দোলনে ইতি টানলেন কৃষকরা। তবে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ নিয়ে আলোচনার পথ খোলা রাখলেন তারা। দাবি-দাওয়া নিয়ে আগামী বছর আবারও কেন্দ্র সরকারের সঙ্গে বৈঠকে বসবেন কৃষকরা।
কেন্দ্রের চিঠি হাতে পাওয়ার পরেই বৃহস্পতিবার দিল্লি থেকে কৃষক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হয়। তার পরেই সিংঘু সীমানাতেও অনশনকারীদের তাবু সরিয়ে ফেলার কাজ শুরু হতে দেখা যায়। আর তা থেকেই স্পষ্ট হয়ে যায় এক বছরেরও বেশি সময় ধরে চলা আন্দোলন এবার শেষ হলো। তবে ধাপে ধাপে এই আন্দোলন শেষ হবে। আগামী ১১ তারিখে আনুষ্ঠানিকভাবে কৃষক আন্দোলনে ইতি টানা হবে। মিছিল হতে পারে ওইদিন। এরপর কৃষকরা তাদের আন্দোলন শেষ করে বাড়ি ফিরবেন।
তবে আন্দোলনের সামনে থাকা সংযুক্ত কিষান মোর্চা পরবর্তী পরিকল্পনা নির্দিষ্ট হয়ে আছে। ১১ ডিসেম্বর সকাল ন’টার পর সিংঘু বর্ডার থেকে অনুষ্ঠানিক ভাবে বাড়ির পথে রওনা দেবেন কৃষকরা। ১৩ ডিসেম্বর অমৃতসরের স্বর্ণমন্দিরে যাবেন তারা। ১৫ডিসেম্বর পাঞ্জাবে যেসব ছোট-বড় বিক্ষোভ চলছে সেসব তুলে নেওয়া হবে। এরপর আগামী বছরের ১৫ জানুয়ারি কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসবেন কিষান মোর্চার প্রতিনিধিরা। সেই আলোচনার খসড়াও তৈরি হয়ে গেছে। কেন্দ্রের সঙ্গে মোট ৫ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় বসবে।