আমাদের ভারত, ২৬ ডিসেম্বর:শেষপর্যন্ত সরকারের দেওয়া প্রস্তাব গ্রহণ করল কৃষক ইউনিয়ন গুলি। গত রবিবার কেন্দ্র সরকার আন্দোলনরত কৃষকদেরকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল। সরকারের তরফে কৃষকদের বলা হয়েছিল কবে তারা বৈঠকে বসতে চান তা ঠিক করুন। শনিবার চল্লিশটি কৃষক ইউনিয়ন সরকারের প্রস্তাব নিয়ে আলোচনায় বসে। পরে তারা সরকারকে চিঠি দিয়ে জানায় তারা ২৯ ডিসেম্বর আলোচনায় বসাতে পারেন। তারা জানিয়েছেন ওই বৈঠকে তিনটি কৃষি আইন বাতিল করার বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে।
শুক্রবারও প্রধানমন্ত্রী কৃষি আইন নিয়ে বিরোধীদের অবস্থানের চূড়ান্ত সমালোচনা করেন। নতুন আইন নিয়ে তিনি বলেন এই আইনে কৃষকদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হবে না। বরং তাদের লাভ বারবে। তাঁর অভিযোগ বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে। ঐদিন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের ১৮ হাজার কোটি টাকা কৃষকদের হাতে তুলে দেন।
অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আবেদন করেছেন পরীক্ষামূলকভাবে হলেও এই নয়া কৃষি আইন অন্তত তিন বছরের জন্য চালু করা হোক। তারপর যদি কৃষকদের মনে হয় তাতে ক্ষতি হচ্ছে তাহলে আইনের সংশোধনী আনতে তৈরি সরকার।
এক মাসেরও বেশী দিন ধরে দিল্লিতে কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সরকারের সাথে তারা পাঁচ দফা বৈঠকে বসেছে। কিন্তু তাতে কোন লাভ হয়নি। তবে সরকারের এই নতুন প্রস্তাব নিয়ে শনিবার আলোচনায় বসে কৃষক নেতারা।