আমাদের ভারত, মালদা, ১৩ নভেম্বর: গ্ৰামবাসীরা দিলেন জমি। তৈরি হবে রাস্তা। চলাচলে জন্য আর কাউকেই অসুবিধায় পড়তে হবে না। ২০০ পরিবারের বাস গ্ৰামটিতে। অথচ গ্ৰামে ঢোকার রাস্তা ছিল না। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লক এলাকার কুশিদা গ্ৰাম পঞ্চায়েতের মুসলিম পাড়া। রাস্তা না থাকার জন্য সমস্যায় পড়তে হত। এক হাঁটু কাদার মধ্যে যাতায়াত করতে হত সকল গ্রামবাসীদের। বর্ষার সময় সমস্যা আরো দুর্বিসহ হয়ে উঠত। বিশেষ করে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে কালঘাম ছুটত পরিবারের সদস্যদের।
তৃণমূল পরিচালিত কুশিদা পঞ্চায়েতের উপ-প্রধান মোহাম্মদ নুর আজম উদ্যোগী হলেও রাস্তার জন্য জমি পাওয়াটা বড় বাধা হয়ে দাঁড়ায়। পঞ্চায়েত উপ-প্রধান নুর আজম রাস্তার জন্য জমি চেয়েছিলেন বহুদিন ধরেই। গ্রামের মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত এগিয়ে আসেন গ্ৰামের কৃষক থেকে দিনমজুর। এ রকম ১৪ জন জমিদাতা প্রায় এক বিঘা জমি দান করেন রাস্তা নির্মানের জন্য। পঞ্চায়েত বরাদ্দ করে অর্থ। জমি দাতাদের হাত দিয়ে ফিতে কেটে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হল। ৫০০ মিটার রাস্তার জন্য সাড়ে ৭ লাখ টাকা মঞ্জুর করেছে কুশিদা গ্ৰাম পঞ্চায়েত উপ-প্রধান মোহাম্মদ নুর আজম।