আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ মে : পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত পান যাতে বেচাকেনা হয়, সেই দাবি নিয়ে আজ জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল পানচাষি সমন্বয় সমিতি। হর্টিকালচার অফিসারের কাছেও ডেপুটেশন দেওয়া হয়। পানচাষি সমন্বয় সমিতির নেতা বিবেকানন্দ রায় জানান, সমস্ত চাষি পান বিক্রি করতে পারে, সঠিক দাম পায়, সেই দাবি সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পান বিক্রির ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে। তিনি আরো জানান, আজ প্রতিনিধি মূলক আন্দোলন হয়েছে। সমস্যার সমাধান না হলে সমস্ত চাষিদের নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন আরো জোরদার করা হবে।