আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ মে: জমিতে বোরো ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানা এলাকার মুড়াবনি গ্রামে। সোমবার দুপুর নাগাদ ওই গ্রামের বাসিন্দা বানেশ্বর মাহাতো(৪৮) চাষের জমিতে বোরো ধান কাটছিলেন। সেই সময় বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পুলিশ মৃতদেহটি জমি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছে।