আন্তর্জাতিক নিয়ম মেনে কাঁটাতার দেওয়ার দাবিতে গাইঘাটার সীমান্তে পথ অবরোধ কৃষকদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৮ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক নিয়ম মেনে কাঁটাতার দিতে হবে। এই দাবি নিয়ে পথ অবরোধ করল কয়েকশো কৃষক সহ গ্রামবাসী। অভিযোগ, নিয়ম না মেনে বিএসএফের ইচ্ছে মতো কাঁটাতার দেওয়া হচ্ছে। এর ফলে প্রায় ৬০০ বিঘা জমি ও ১০০-র বেশি পরিবার বিপদের মুখে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এর প্রতিবাদে কয়েক হাজার গ্রামবাসী পথ অবরোধ করেন।

সূত্রের খবর, আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার বসানোর ক্ষেত্রে উভয় দেশের প্রকৃত সীমান্ত থেকে সর্বোচ্চ ১৫০ গজ অর্থাৎ, ৪৫০ ফুট ভিতরে কাঁটাতার বসাতে পারবে সীমান্তরক্ষী বাহিনী, এমনটাই নির্দেশ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের। অভিযোগ, ওই নির্দেশিকাকে অমান্য করে বিএসএফ এবং সিপিডব্লিউডি কোথাও ১,০০০ ফুট কোথাও ১,২০০ ফুট, কোথাও সর্বোচ্চ ১,৪৩০ ফুট ভিতরে কাঁটাতার বসানোর কাজ করছে। ওই কাঁটাতার সরিয়ে সর্বোচ্চ ১৫০ গজের মধ্যে কাঁটাতার বসানোর দাবিতেই বিক্ষোভ শুরু হয়। এই নিয়ে বিএসএফের জওয়ানদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছে গ্রামবাসীরা। আন্তর্জাতিক নিয়ম না মেনেই গাইঘাটার বর্ণবেরিয়ে এলাকায় বনগাঁ- রামনগর রোডের পাশে কাঁটাতার দেওয়া হয়েছে বিএসএফের পক্ষে।

বাসিন্দাদের বক্তব্য, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জিরো পয়েন্ট থেকে দেড়শো গজের মধ্যে ফেন্সিং দিতে হবে৷ সেই নিয়ম না মেনেই প্রায় এক হাজার মিটার এলাকার মধ্যে তাঁরকাটা দেওয়া হয়েছে৷ এর মধ্যে প্রচুর জমি রয়েছে সেখানে চাষ করতে গিয়ে সমস্যা হচ্ছে৷ বিএসএফের মর্জি মতন যাতায়াত করতে হচ্ছে চাষিদের। ফলে নষ্ট হচ্ছে বহু ফসল৷ প্রশাসনকে বার বার জানিয়েও ফল না হওয়ায় বুধবার সকাল দশটা থেকে রামনগর রোডে বর্ণবেরিয়া এলাকায় কাঁটাতারের পাশে রাস্তা অবরোধ শুরু করেছে কৃষকরা৷

বিজেপির বিধায়ক স্বপন মজুমদার বলেন, আমরা বিএসএফ ও সিপিডব্লিউডি’র সঙ্গে কথা বলে যাতে চাষিদের কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *