জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ আগস্ট:
মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সাধুরাম টুডু। বয়স পঞ্চান্ন বছর। ঝাড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে, ঝাড়গ্রাম সদর ব্লকের তের নম্বর আগুইবনি পঞ্চায়েত এলাকার মাতালশোল গ্রামের ওই বাসিন্দা আজ দুপুর আড়াইটে নাগাদ লাঙ্গল করার পর জমির আলে বসে বিশ্রাম নেওয়ার সময় বজ্রপাতে মৃত্যু হয়। তিনি আদিবাসী সমাজের যুব সংগঠন ভারত জাকাৎ মাঝি মাডওয়া জুয়ান গাঁওতার সক্রিয় কর্মী ছিলেন বলে জানাগেছে।

