গান স্যালুটে বিদায়  বিধানসভার উপাধ্যক্ষকে

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ অক্টোবর:
ঝাড়গ্রামের বিধায়ক তথা ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার অকাল প্রয়াণে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের তৃণমূল নেতৃত্ব গভীর সমবেদনা জানিয়েছেন। গতকাল দুপুরে প্রয়াত হওয়ার পর সন্ধ্যে নাগাদ তার মৃতদেহ ঝাড়গ্রামে নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ অ্যাম্বুলেন্সে মৃতদেহ ঝাড়গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। এই সময় ঝাড়গ্রাম পর্যন্ত সুকুমারবাবুর শবদেহ পৌঁছে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুরে যোগ দেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা প্রমুখ।

রাস্তায় খড়্গপুরের চৌরঙ্গীতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ঝাড়গ্রামে তার বাসভবনে দেহ পৌঁছানোর পর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা তৃণমূলের নেতা-নেত্রীরা। ছিলেন জেলাশাসক আয়েশা রানি ও দলের জেলা চেয়ারম্যান বীরবাহা সরেন। গতকাল রাতে তার বাসভবনে মৃতদেহ রেখে দেওয়া হয়। সমস্ত সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আজ সকালে পুলিশের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় এবং এরপর তার জন্মস্থান দুবরাজপুরে শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *