রাজেন রায়, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: বিগত বেশ কয়েক মাস ধরেই বেতন বৃদ্ধি এবং মিড ডে মিলের দাবিতে আন্দোলন করছিলেন মাদ্রাসার শিক্ষকরা। কিন্তু এখনও পর্যন্ত তাদের এই বিষয় নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি রাজ্য প্রশাসন। সেই কারণেই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণে বুধবার কলকাতার রাজপথে মাদ্রাসার শিক্ষকরা খালি গায়ে থালা বাটি নিয়ে বিক্ষোভে সামিল হলেন কয়েক হাজার শিক্ষক।
ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন তরফে বেতন বৃদ্ধির দাবিতে পাক সার্কাস ব্রেবন স্কুল থেকে শুরু করে সিআইডি রোড হয়ে প্রতিবাদ মিছিল শেষ হয়েছে রামলীলা ময়দানে।
আগেও বহুবার আন্দোলন তারা চালিয়ে গিয়েছে। অভিযোগ, কথা রাখেননি মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীকে বারবার ডেপুটেশন দেওয়া হলেও মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং মিড ডে মিলের সঠিকভাবে খাবার পরিবেশন করা হয়নি।
এর আগে ‘আনএডেড’ মাদ্রাসাগুলির উন্নয়নের দাবিতে নবান্ন অভিযান করে। বিগত অভিযানে ‘ওয়েস্টবেঙ্গল রেকগনাইজড আন এইডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’ নানা রকমভাবে বাধাপ্রাপ্ত হয়। তবে এদিন এমন ঘটনা ঘটেনি। কিন্তু তাদের দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন মাদ্রাসার শিক্ষকরা।