আমাদের ভারত, মালদা, ৭ ডিসেম্বর: ধর্ষণের মামলা প্রত্যাহার না করায় ধর্ষিতার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি। এমনকি তাদের পানীয় জলও বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠল এলাকারই তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদার গাজোল থানার ভক্তিপুর এলাকার ঘটনা।
জানাগেছে, গাজোল থানার ভক্তিপুরের ৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে গ্রামেরই এক কিশোর। থানায় অভিযোগ করলে ওই কিশোরকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সে জুভেনাইল হোমে আছে। অভিযোগ, এরপর থেকে মামলা প্রত্যাহার করার জন্য ওই কিশোরের বাবা তথা এলাকার তৃণমূল নেতা বল্টু রায় ও তার পরিবারের সদস্যরা শিশু কন্যার পরিবারকে হুমকি দিচ্ছে। এমনকি গ্রামের যে সাবমার্সিবলের জল গ্রামবাসীরা পান করেন সেই জল নিতে দিচ্ছে না। বাড়ি থেকে বেরোলেই প্রাণনাশের হুমকি দিচ্ছে। কার্যত গৃহবন্দি হয়ে আছে ওই পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।
ঘটনা নিয়ে সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। নির্যাতিতা পরিবারের পাশে থাকবে দল ও প্রশাসন।