আমাদের ভারত, হুগলী, ১৯ অক্টোবর: মহিলা ঘটিত সম্পর্কের জেরে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনা হুগলীর সদর শহর চুঁচুড়ায়। অভিযোগ, গত আটদিন আগে চুঁচুড়ার কামারপাড়া এলাকার বাসিন্দা বিষ্ণু মাল’কে তুলে নিয়ে যায় চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতি বিশাল ও তার দলবল। পেশায় টোটো চালক বিষ্ণুর সাথে এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেয়েটির সাথে বিশালেরও সম্পর্ক ছিল। ঘটনার পর চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে বিষ্ণুর পরিবার। গত আটদিন ধরে বিভিন্ন যায়গায় খোঁজখবর করেও কোনোও হদিস মেলেনি বিষ্ণুর। প্রতিবাদে আজ সকাল থেকে চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিষ্ণুর পরিবার ও তার পাড়ার লোকজন। তাদের অভিযোগ, পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কোনও সদর্থক দৃষ্টিভঙ্গি দেখাতে পারেনি।
এদিকে পরিবারের ছেলে কুখ্যাত দুষ্কৃতির কবলে থাকায় চিন্তা বাড়ছে এলাকাবাসীর। ঘটনার জেরে ফের স্থানীয় মানুষদের আশ্বস্ত করে পুলিশের বক্তব্য ঘটনার তদন্ত করছে তারা। খুব তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হবে বিষ্ণুকে।