সঠিক তদন্তের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন খুন হয়ে যাওয়া দুই যুবকের পরিবার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ অক্টোবর: দুই যুবককে একজনই খুন করেছে পুলিশের এই তত্ত্ব মানতে নারাজ দুই যুবকের পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন। তাদের দাবি, খুনের পেছনে একাধিক ব্যক্তি রয়েছে কিন্তু পুলিশ একজনকেই অভিযুক্ত হিসেবে দেখাতে চাইছে। এক্ষেত্রে তদন্ত সঠিক পথে এগোচ্ছে না এই দাবি করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মৃত দুই যুবকের পরিবার ও আত্মীয়রা।

বুধবার জেলার পুলিশ সুপারের কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে মেদিনীপুর কোতোয়ালি থানার বিরুদ্ধে ক্ষোভ উগরে অভিযোগ করেন পুলিশ তাঁদের শোকগ্রস্ত অবস্থায় তাঁদেরকে দিয়ে যে অভিযোগ লিখিয়ে নিয়েছিল তা সঙ্গতিপূর্ণ নয়। গত ১৯ সেপ্টেম্বর ভোরে মেদিনীপুর শহর সংলগ্ন কেরানিচটির খাসজঙ্গল এলাকার একটি দোকান থেকে দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। সেদিন ভোরবেলা বাপ্পা নায়েক নামে এক যুবক কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করে মদের আসরে টাকা পয়সা নিয়ে গোলমাল চলার সময় সে তার দুই বন্ধুকে কুপিয়ে খুন করার কথা স্বীকার করে। এরপরই পুলিশ গিয়ে বন্ধ দোকানের ভেতর থেকে তন্ময় মল্লিক ও রাজেশ দাস নামে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন বলে জানাগেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *