মিথ্যা অভিযোগ করে লাভ হবে না, মোদীর উপরে ভরসা রয়েছে দেশবাসীর: প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি: বাজেট অধিবেশনে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি থেকে সন্ত্রাসের মতো একাধিক প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রীর পরিষ্কার বার্তা, মনে রাখবেন মোদীর উপরেই ভরসা রয়েছে দেশবাসীর।লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৪০ কোটি দেশবাসীর ভরসাই আমার সুরক্ষা কবচ।

আদানি নিয়ে বিরোধীদের আক্রমণের কড়া জবাবে একের পর এক আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “মোদীকে গালাগালি করে লাভ হবে বলে মনে করেন অনেকে, মনে রাখবেন মোদীর ওপরেই ভরসা দেশবাসীর। মোদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে কোনো লাভ নেই। কিছু লোক নিজের জন্য পরিবারের স্বার্থে কাজ করেন। মোদী সারা দেশের পরিবারের জন্য কাজ করেন।”

আদানিকে নিয়ে তোলপাড় হয়েছে সংসদ। কিন্তু দুর্নীতি নিয়ে ইউপিএ জমানার প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। নাম না করে রাহুল গান্ধীকে হতাশাগ্রস্থ বলে আক্রমণ করেন মোদী। তিনি বলেন, আগে বড় বড় দুর্নীতি থেকে মুক্তি চাইত দেশ। আজ সত্যিই দেশ দুর্নীতি থেকে মুক্তি পাচ্ছে। দেশে সর্বত্র আশার আলো। কিন্তু কিছু লোক এখনো হতাশায় ডুবে আছেন। যারা যেমন ভাবেন তেমনটাই দেখেন।

এদিন এজেন্সি নিয়ে বিরোধীদের বিরুদ্ধে কটাক্ষের সুরে সরব হন মোদী। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের সমালোচনা দরকার, কিন্তু ৯ বছর ধরে শুধুই অভিযোগ আর অভিযোগ বিরোধীদের। ভোটে হারলেই ইভিএমের দোষ। এজেন্সিকে গালাগালি। এমন কি সেনাকে অপমান করেছে। তবে একদিকে ইডিকে ধন্যবাদ জানানো দরকার বিরোধীদের। কারণ ইডি বিরোধীদের এক মঞ্চে এনেছে। ভোটাররা যা করতে পারেননি তাই করে দেখিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *