আমাদের ভারত, নদিয়া, ২৭ ফেব্রুয়ারি: ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়ল ভুয়ো ভোটার। নদিয়ার শান্তিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১৯৭ নম্বর বুথের ঘটনা। ওই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী প্রীতম রায়ের অভিযোগ, ওই অভিযুক্ত বুথের ভেতর এলে তাকে দেখে সন্দেহ হয়। এর পরেই তাকে জিজ্ঞাসাবাদ করতে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার পরিচয় পত্র দেখলে দেখা যায় তার বাড়ি অন্য ওয়ার্ডে। এর পরেই তাকে আটক করে পুলিশ। সিপিআইএম প্রার্থীর দাবি, অভিযুক্ত শাসকদল আশ্রিত। ছাপ্পার উদ্দেশ্যে বুথের ভেতর এসেছিল।
যদিও তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুব্রত ঘোষ। তিনি বলেন, এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয়।
অন্যদিকে শান্তিপুরের ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএম-তৃণমূলের মধ্যে হাতাহাতি। সিপিআইএম প্রার্থী বাপ্পা ভট্টাচার্যের অভিযোগ, সেখানে বহিরাগতরা জমা হয়েছে। সকাল থেকে সুযোগ বুঝে ছাপ্পা দিচ্ছিল। তাই ছাপ্পা রুখতে বচসা বাধে তৃণমূলের সাথে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিধায়কের বাবা প্রশান্ত গোস্বামী জানান, বিশেষ কোনো ঘটনা নয়, বহিরাগত এনেছে সিপিআইএম তাই রুখে দিয়েছে সাধারণ মানুষ।

