আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ ফেব্রুয়ারি: ভেজাল মদ উদ্ধারে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলা আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে জেলা আবগারি দপ্তরের আধিকারিকরা হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রামপঞ্চায়েতের নুরপুর গ্রামে অভিযান চালিয়ে দুটি গুদাম থেকে সাড়ে ছয় হাজার বোতল জাল বিলেতি মদ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়। সিল করে দেওয়া হয় গুদাম দুটি। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা আবগারি দপ্তর।
জেলা আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কমিশনার তনয় গুহ জানিয়েছেন, আজ হেমতাবাদে এই বিপুল পরিমাণ জাল মদ আটক করার আগে ডালখোলাতেও সমপরিমাণ জাল বিলেতি মদ আটক করা হয়েছিল। এই জাল মদ বিহারে পাচার করা হয় বলে জানিয়েছেন তিনি।
বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় বিহার সংলগ্ন উত্তর দিনাজপুর জেলার ডালখোলা, ইসলামপুর, পাঞ্জিপাড়া, রায়গঞ্জের বিভিন্ন এলাকায় বেআইনি জাল মদ তৈরির কারখানা গজিয়ে উঠেছে। বিভিন্ন সময়ে জেলা আবগারি দপ্তর তল্লাশি অভিযান চালিয়ে জাল মদ উদ্ধার করলেও বন্ধ করা যায়নি জাল মদের কারবার। মঙ্গলবার হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকার নুরপুর গ্রামের বাসিন্দারা এলাকার দুটি গুদামে জাল মদের কারবার হয় এই সন্দেহে গুদাম দুটি ঘিরে রাখার পাশাপাশি খবর দেন জেলা আবগারি দপ্তরকে। খবর পাওয়া মাত্রই হেমতাবাদ থানার পুলিশকে সাথে নিয়ে তল্লাশি অভিযানে আসে জেলা আবগারি দপ্তরের আধিকারিকেরা। গুদামের সাটার ভেঙ্গে সাড়ে পাঁচশো কেস জাল বিলেতি মদ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় একজনকে।