আমাদের ভারত, হুগলি, ২৬ মার্চ: খবর করে পারিবারিক ঝামেলা মিটিয়ে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সাংবাদিক। পুলিশ জানিয়েছেন, ওই সাংবাদিকের নাম অমিতাভ চক্রবর্তী। তিনি একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক। বাড়ি বরানগরে। কিন্তু, তিনি হুগলির উত্তরপাড়ায় একটি হাউজিং কমপ্লেক্সে ভাড়া থাকছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারিত ওই মহিলার বাপের বাড়ি বরানগরে। শ্বশুর বাড়ি চুঁচুড়া থানার রায় বাজার এলাকায়। ২০১৮ সালে রায়বাজারে ওই মহিলার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই পারিবারিক অশান্তি শুরু হয়। কয়েক মাস আগেই পারিবারিক ঝামেলা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার কাছ থেকে ওই সাংবাদিক কয়েক দফায় চল্লিশ হাজার টাকা নিয়ে নেন বলে অভিযোগ। শুক্রবার গোটা ঘটনাটি জানিয়ে ওই মহিলা চুঁচুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ওই দিন রাতেই পুলিশ ওই ভুয়ো সাংবাদিককে গ্রেফতার করে। শনিবার সকালে তাকে চুঁচুড়া কোর্টে পাঠানো হয়। যদিও ওই সাংবাদিক নিজের জন্যে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।