BJP, TMC, Shyamnagar, শ্যামনগর ব্যাটারি কারখানায় বিজেপি সমর্থিত ইউনিয়ন করতে বাধা কারখানা কর্তৃপক্ষ ও তৃণমূল ইউনিয়নের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ জুলাই: জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানা বর্তমানে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের দখলে। তবে ওই কারখানা বিগত বেশ কয়েক বছর ধরেই হাতছাড়া হয়েছে বিজেপি নেতা অর্জুন সিং- এর। নতুন করে বিজেপি সমর্থিত মজদুর মোর্চার তরফ থেকে শ্যামনগর ব্যাটারি কারখানায় সংগঠন করতে গেলে বাধার মুখে পড়তে হয় বিজেপি কর্মী সমর্থকদের। সেই নিয়েই এবার সরব হলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।

আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, হলদিয়ায় ব্যাটারি কারখানা ইউনিটে বিজেপি ইউনিয়নের কাছে হেরেছে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা। তবে আমরা শ্যামনগর ব্যাটারি কারখানা কর্তৃপক্ষের কাছে বারংবার বিজেপি সমর্থিত ইউনিয়নের দাবি তুললেও তৃণমূলের শ্রমিক সংগঠনের চাপে সেই সংগঠন খোলার অনুমতি দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। যা নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হবো। বিজেপির শ্রমিক সংগঠনকে ওরা ভয় পাচ্ছে, তাই শ্যামনগর ব্যাটারি কারখানায় বিজেপি সমর্থিত শ্রমিক ইউনিয়ন খুলতে দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ ও তৃণমূলের শ্রমিক সংগঠন।

অন্যদিকে শ্রমিক নেতা সঞ্জয় সিং বলেন, হলদিয়ায় বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠনের সদস্যরা যখন জিতছে, তখন আমাদের শ্যামনগর ব্যাটারি কারখানার শ্রমিক সংগঠন কেন খুলতে দেওয়া হবে না? কারখানায় ঠিকাদারি প্রথা চালাচ্ছে তৃণমূলের বিধায়ক ও সংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *