BJP, SIR, Bankura, বাঁকুড়ায় এসআইআর ফর্ম জমা দিতে বাধার সম্মুখীন, হামলা বন্ধের আবেদন জানিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ জানুয়ারি: এসআইআর- এর ৭ নম্বর ফর্ম জমা দিতে বাধার মুখে বিজেপি। আর এই ঘটনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ব্লক অফিসে ধুন্ধুমার কান্ড। ফর্ম জমা দিতে বিরোধীদের বাধা, ফর্ম জমা না নেওয়ার ও হামলার অভিযোগ ঘিরে তুলকালাম জেলার রাজনৈতিক পরিবেশ।

ফর্ম জমা দিতে গিয়ে দলীয় বিএলও’দের হেনস্থা, মারধর, এমনকি মহিলাদের উপর চড়াও হওয়ার অভিযোগে আজ দুপুরে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। আজ সকালে ওন্দা বিডিও অফিসে ফর্ম জমা দিতে গিয়ে বাধার মুখে পড়ে বিজেপি কর্মীরা। বিডিও অফিসে ঢোকার মুখে বিজেপির বিএলএ’দের আটকে রাখে। ফর্ম জমা দিতে না পেরে তারা বিডিও অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায়।

ফর্ম জমা দিতে গিয়ে তুলকালাম কান্ড ঘটে ছাতনায়। এখানেও বিডিও অফিসে ফর্ম জমা দিতে যাওয়ার সময় তৃণমূলের লোকজন তাদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে বচসা বাধে।হাতাহাতিও চলে। সেখানে মহিলাদের উপরেও চড়াও- এর অভিযোগ উঠেছে।তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত আহত বিজেপি কর্মীদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় বলে অভিযোগ বিজেপির।

শালতোড়ায় একই ঘটনা ঘটে বলে জানাগেছে। ঘটনার প্রতিবাদ জানাতে জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি ও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন।

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টপাধ্যয় বলেন, এসআইআর- এর ৭ নম্বর ফর্ম জমাকে কেন্দ্র করে জেলার সর্বত্রই তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। এসআইআর ফর্ম যাতে নির্বিঘ্নে জমা দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে পুলিশ সুপার এর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *