School, Bankura, চরম অব্যবস্থা বাঁকুড়ার ধগড়িয়া প্রাইমারি স্কুলে, প্রতিকারের দাবিতে গেটে তালা দিয়ে বিক্ষোভ অভিভাবকদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ আগস্ট: এক হাঁটু কাদা পেরিয়ে স্কুলে যাতায়াত। স্কুলে না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে শৌচালয়। এই অব্যবস্থার প্রতিকার চেয়ে প্রাইমারি স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। কেঞ্জাকুড়া গ্রামের ধগড়িয়া প্রাইমারি স্কুলের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিভাবক হেমন্ত কর্জনা, সুকান্ত দত্ত, অনন্ত হেমব্রম, তপন কর্জনা জানান যে, এই প্রাথমিক স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা জল কাদায় ভরে রয়েছে। রাস্তা অত্যন্ত পিচ্ছিল। পানীয় জলের ব্যবস্থা নেই। শৌচালয় নেই। বিদ্যালয়ে চরম অব্যবস্থা। বাচ্চা ছেলেমেয়েরা কষ্টের মধ্যে রয়েছে। তাই তাদের আন্দোলনে নামতে হয়েছে। তারা বাধ্য হয়েছেন তালা দিয়ে আন্দোলনে নামতে। তাই শুক্রবার স্কুলে একদিনের জন্য তালা দেওয়া হয়েছে। এতে ব্যবস্থা না নেওয়া হলে বড় আন্দোলনে নামা হবে। শিশুদের কষ্ট ও ঝুঁকি মেনে নেওয়া হবে না। এইসব কারণে শিশুরা স্কুলে আসতে চাইছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *