কুমারেশ রায়, মেদিনীপুর, ১৭ জুন: কয়েকদিনের টানা বৃষ্টির জেরে ঘাটাল মহকুমার বিভিন্ন নদীতে জল বাড়ছে, ফলে নিচু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মনসুকার ঝুমি নদীতে জল বাড়ার ফলে মনসুকার বিভিন্ন এলাকার গ্রামগুলিতে জল ঢুকতে পারে। এছাড়াও শিলাবতী নদীতে জলস্তর বেড়েছে, এর ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। চন্দ্রকোনা ১ ব্লকের বেরাবেরিয়া গ্রামে কেঠিয়ার খালের জল বৃদ্ধির ফলে পারাপারের সাঁকো ভেঙ্গে গিয়েছে, ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার মানুষের যাতায়াতের সুবিধার জন্য তৈরি হয়েছিল দাসপুর ২ ব্লকে কৈজুড়িতে মিলন সেতু। টানা কয়েকদিন বৃষ্টির জেরে এবং বিভিন্ন নদীতে জল বাড়ার ফলে, ভেসে আসা কচুরিপানার চাপে সেতুটি ভেঙ্গে গেল। সেতুটি দিয়ে মানুষজন কৈজুড়ি থেকে হুগলীর খানাকুল যেতেন অর্থাৎ দুই জেলার যোগাযোগের মেলবন্ধন করেছে এই সেতু। কচুরিপানার চাপে সেতুটি ভেঙ্গে যাওয়ার জন্য এলাকার মানুষজনের যাতায়াতের মাধ্যম এখন নৌকা। মহাকুমার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সবক্ষেত্রেই প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।

