আমাদের ভারত, ৬ আগস্ট: জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই) বুধবার কলকাতায় ‘এক্সট্রা অর্ডিনারি: উইংস অব উইজডম’ শিরোনামের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান বিজ্ঞানে ও শিক্ষাক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া হয়। নারী-সমতা, অন্তর্ভুক্তি এবং বৈজ্ঞানিক উৎকর্ষ প্রসারে জেডএসআই-এর অঙ্গীকারের প্রতিফলন এই অনুষ্ঠান।
ভারত সরকার প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, “অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রথম ‘উইজ অ্যাওয়ার্ড ২০২৫’ (উইমেন ইন জুলজি) প্রদান। চারজন মেধাবী ছাত্রী — প্রীতি দেবনাথ, সোনালি গাজি, সায়নী রায় এবং লাভলি মুখার্জি-র হাতে এই মানপত্র তুলে দেওয়া হয়। এই সম্মান তাঁদের প্রাণীবিজ্ঞানে কৃতিত্ব ও ভবিষ্যতের সম্ভাবনার স্বীকৃতি স্বরূপ।
জেডএসআই-এর অতিরিক্ত পরিচালক ড: রঘুনাথন স্বাগত ভাষণে নারীর ঐতিহাসিক মর্যাদা ব্যাখ্যা করেন। তিনি ঋষিকা ও প্রাচীন ভারতীয় মূল্যবোধের উল্লেখ করে বলেন, রাবণ ও কৌরবদের পতনের মূল কারণ ছিল নারীদের প্রতি অসম্মান। সেইসঙ্গে, তিনি শিক্ষাক্ষেত্রে সাবিত্রীবাই ফুলে ও কাদম্বিনী গাঙ্গুলির পথপ্রদর্শক ভূমিকার কথাও স্মরণ করান।
বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: গীতাঞ্জলি দাশ বলেন, — “ইতিহাস নারীদের অবদানের প্রতি পক্ষপাততুষ্ট,” এবং কমলা সোহোনির মতো অজ্ঞাত নারী বিজ্ঞানীদের যথোচিত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
সিএসআইআরের মহাপরিচালক ড: এন. কালাইসেলভি বলেন, “বাড়ির রান্নাঘর বৈজ্ঞানিক ও প্রশাসনিক সৃজনশীলতার উৎস”। তিনি ঘরোয়া পরিসরে নারীদের উদ্ভাবনী শক্তিকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি কন্যা শিশুদের সৃজনশীলতাকে লালন করার আহ্বান জানান। যাঁরা নারীর ক্ষমতায়নে সক্রিয় ভূমিকা নেন, সেই পুরুষদের শ্রদ্ধা জানান। পরিসংখ্যানে দেখা যায়, ভারতে বর্তমানে মাত্র ৫৫ জন মহিলা উপাচার্য রয়েছেন — যা নেতৃত্বে লিঙ্গসমতার পথে আরও অগ্রগতির প্রয়োজনীয়তা ইঙ্গিত করে।
বক্তারা জেডএসআই-এর প্রথম মহিলা পরিচালক হিসেবে অভিনন্দন জানান ড: ধৃতি ব্যানার্জি-কে। প্রতিষ্ঠানে তাঁর অসামান্য অবদানের প্রশংসা করেন।
‘অর্ডিনারি টু এক্সট্রা অর্ডিনারি: দ্য জার্নি’ শীর্ষক একটি আলোচনা পরিচালনা করেন অধ্যাপক আয়াজ এ. শফি। আলোচনায় অংশ নেন ড: নন্দিনী চ্যাটার্জি (আইএএস), ড: রুচি বাদোলা, ড: অর্চনা সিনহা, বন্যা রায় ও অজন্তা দে। তাঁরা তাঁদের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরেন মঞ্চে।
অনুষ্ঠানে সম্মান জানানো হয় অবসরপ্রাপ্ত জেডএসআই বিজ্ঞানী রিনা চক্রবর্তী, শিক্ষাবিদ গার্গী ব্যানার্জি, এবং যোগব্যায়াম প্রশিক্ষক সৌমী মিত্র-কে। দুটি নতুন প্রকাশনা, ‘ক্রিচার ক্রনিকলস– ওয়াইল্ড হার্টস, ওয়াইজ মাইন্ডস’ এবং ‘জেডএসআই ডিরেক্টরি– ২০২৫’, এই অনুষ্ঠানে উন্মোচিত হয়।