সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩১ জানুয়ারি: অভিভাবকদের সঙ্গে আলোচনা না করেই বছর বছর ফি বাড়াচ্ছে স্কুল। অস্বাভাবিক ফি-বৃদ্ধির প্রতিবাদে এবার অভিভাবকরা বিক্ষোভ শুরু করলেন সাউথপয়েন্ট স্কুলে। অভিযোগ, আগামী শিক্ষাবর্ষ থেকে ৩০ শতাংশ ফি বৃদ্ধি করতে চলেছে স্কুল কর্তৃপক্ষ। গত বছর ১৫০০ টাকা ফি বৃদ্ধির পর এবছর তা আরও ৪ হাজার টাকা বাড়ানো হচ্ছে, যা মাত্রাতিরিক্ত।
এই ফি বৃদ্ধির প্রতিবাদে আজ, শুক্রবার সকাল থেকেই দক্ষিণ কলকাতায় এই স্কুলের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। ফি বাড়ানোর ঘোষণা তুলে না নেওয়া পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা।
দ্রুত কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত কার্যকরী না করলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। বেতন বৃদ্ধির প্রতিবাদে গড়িয়াহাট মোড় অবরোধেরও চেষ্টা করেন অভিভাবকরা। যদিও পুলিশি তৎপরতায় তা সম্ভব হয়নি। তবে নিজেদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন অভিভাবকরা।