জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুন: মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ধর্মা এলাকা থেকে বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার হয়েছে। আজ দুপুরে ওই এলাকার দুই কিশোর সোমসপ্তক চৌধুরী ও স্বপ্ননীল সামন্ত রাস্তার পাইপে বয়ে যাওয়া বৃষ্টির জলের মধ্যে কচ্ছপটি দেখতে পায়। কচ্ছপটি উদ্ধার করার পর তা সোমসপ্তকের মা শিক্ষিকা শবরী বসুর তত্ত্বাবধানে কিছু সময় রাখার পর মেদিনীপুর শহরের অরবিন্দ শিশু উদ্যানের সংরক্ষিত জলাশয়ে ছেড়ে দেওয়া হয়। ওই উদ্যানে এর আগে এমন অনেক কচ্ছপ সংরক্ষিত রাখা হয়েছে।


