কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ আগস্ট: চন্দ্রকোনা থানার বড় আগ্না গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার হল বিলুপ্তপ্রায় একটি বাজপাখি। বন দপ্তর উদ্ধার করে নিয়ে যায় আহত পাখিটিকে। বিলুপ্ত প্রায় পাখিটি মাঠে জখম অবস্থায় পড়েছিল।
স্থানীয় সূত্রে জানাগেছে, আজ সকালে চন্দ্রকোনা থানার বড় আগ্না গ্রামের পাশে একটি মাঠে আহত অবস্থায় একটি বাজপাখি পড়ে রয়েছে। তারপর বন দপ্তরের খবর গেলে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় পাখিটিকে। উদ্ধারকারী দলের এক কর্মী মলয় ঘোষ বলেন, এই পাখিটি বিলুপ্ত প্রায় প্রজাতির। সুস্থ করে ছেড়ে দেওয়া হবে পাখিটিকে।