শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, মাথায় হাত ইটাহার ব্লকের চাষিদের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ এপ্রিল: এক দিকে লকডাউনে চরম সমস্যায় পড়েছে চাষিরা। আর তার মধ্যে শিলা বৃষ্টিতে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে ইটাহার ব্লকের চাষিদের।মঙ্গলবার ভোররাত থেকে প্রায় ঘন্টা দেরেকের টানা শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক সহ বিভিন্ন এলাকা। কয়েক ঘন্টার বৃষ্টিতে শিলা পড়ে সাদা বরফের চেহারা নেয় রাস্তাঘাট থেকে বাড়ির উঠান। এদিনের ভোরের বৃষ্টিতে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ইটাহার ব্লকের বানবোল, জয়গাঁ, মারনাই সহ বেশ কয়েকটি গ্রামে। ওই এলাকার ভুট্টা, ধান, গম, পটল, ঝিঙে সহ অন্যান্য ফসল ও সবজি মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে চাষিদের।

এমনিতে করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। এই দীর্ঘ লকডাউনের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে চাষিরা। তার উপর এই শিলাবৃষ্টি জেরে আরো সমস্যায় পড়েছেন চাষিরা। তাদের বক্তব্য, লকডাউনের ফলে চরম সমস্যায় পড়েছি, “তার মধ্যে এই শিলা বৃষ্টিতে জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ঘরের টিন ফুটো হয়ে যাওয়ায় এখন কি করবো তা ভেবেই উঠতে পারছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *