আমাদের ভারত, নদিয়া, ৩ অক্টোবর: বৃহস্পতিবার সকালে পুজোর ঠিক আগের মুহূর্তে নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে এক্সটেনশন প্লেট বসে যাওয়াতে চরম বিপত্তির সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। দুর্ঘটনায় এরাতে গৌরাঙ্গ সেতু দিয়ে বন্ধ করে দেওয়া হয় যাত্রীবাহী বাস ও ভারী যান চলাচল। যে কারণে তীব্র সমস্যার সম্মুখীন হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।
কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার মূল যোগাযোগ কেন্দ্র নবদ্বীপ ভাগীরথী নদীর ওপর এই গৌরাঙ্গ সেতু। পুজোর ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে ব্রিজে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে তীব্র সমস্যা সম্মুখীন হয়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পূর্ত দপ্তরের আধিকারিকরা। এর আগেও ২০২১ সালের অক্টোবর মাসে একই কারণে প্রায় ১৫ দিনের জন্য গৌরাঙ্গ সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারই পুনরাবৃত্তি ঘটলো ২০২৪ সালের অক্টোবর মাসে।