পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: ফের বন্ধ ভিন রাজ্যে আলু রপ্তানি। বর্ডার লাগোয়া থানাগুলিতে নাকা চেকিং চালালো পুলিশ প্রশাসন। বুধবার রাতে বাংলা- ওড়িশা সীমান্তবর্তী বেলদা ও দাঁতন থানায় কড়া নজরদারি চালালো পুলিশ। এদিন ওড়িশাগামী সকল গাড়িগুলিকে আটকে তল্লাশি চালায় বেলদা ও দাঁতন থানার পুলিশ।
প্রশাসন সূত্রে খবর, “ফের ভিন রাজ্যে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। সেই মতো বুধবার রাত থেকেই বাংলা- ওড়িশা সীমান্তবর্তী থানাগুলিতে শুরু হলো কড়া নজরদারি। বেশ কয়েকটি আলু বোঝাই গাড়িকে এদিন নাকা চেকিং থেকেই ফিরিয়ে দেওয়া হয়।
এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে, দেশের মধ্যে কোনো সীমানা থাকে না। কারণ আমাদের ভারত একটাই দেশ। তাই যে কাজ মমতার পুলিশ করছে তা বেআইনি। অসম, ওড়িশা, ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় যদি নাকা চেকিং উঠিয়ে নেয়, তাহলে আমরা যা ব্যাবস্থা নেওয়ার নেব। জাতীয় সড়কের উপর পুলিশের এই নাকাবন্দি সম্পূর্ণ বেআইনি। আমি এই ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় গৃহ মন্ত্রীকে জানাবো। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানো হবে। দেশের মধ্যে কোনো সীমানা নেই।