পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ নভেম্বর: গরু পাচার আটকাতে পারছে না পুলিশ অথচ গরু পাচারের নাম করে গোয়ালাদের গরু আটক করছে। সেই সব দামী গরু আটকে রেখে মেরে ফেলছে। এই অভিযোগ করলেন বিজেপির ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধবার পশ্চিম মেদনীপুরের জেলা বিজেপির কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ। বৈঠকে শালবনী ও মেদিনীপুর পশ্চিম মন্ডলের কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে গরু পাচার প্রসঙ্গে এদিন বিস্ফোরক অভিযোগ করলেন দিলীপ ঘোষ।
এদিন দিলীপ ঘোষ বলেন, “বাংলাদেশে গরু পাচার আটকাতে পারছে না পুলিশ। অথচ বিহার, ঝাড়খন্ড থেকে গোয়ালারা যে সমস্ত গরু আনে আমাদের দুধ সরবরাহ করার জন্য তা আটকে দিচ্ছে পুলিশ। এক একটা গরুর দাম ৬০ থেকে ৭০ হাজার টাকা। এই সমস্ত দামি গরু আটকে রেখে মেরে ফেলছে পুলিশ। গোয়ালারা সেই অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছিল। আমরা বিষয়টি দেখছি। এভাবে গোয়ালাদের ক্ষতি করা হলে আমরা আবার বড় আন্দোলনে যাব।”
সম্প্রতি দিলীপ ঘোষের মতোই কুনাল ঘোষও চা চক্র শুরু করেছেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের ব্যঙ্গ করে বলেন, “দিদিমণিও প্রধানমন্ত্রীর অনেক কিছুই অনুকরণ করেন। কোনও কিছু ভালো মনে করে যদি অনুকরণ করে তাহলে খুব ভালো জিনিস। আমরা এর জন্য রয়্যালিটি নেব না।”