আমাদের ভারত, ২৩ এপ্রিল: পহেলগাঁও- এর ঘৃণ্য কাণ্ডের প্রতিক্রিয়ায় ইসলাম নিয়ে কড়া প্রতিক্রিয়া তসলিমা নাসরিনের।
বুধবার তিনি লিখছেন, “ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন সন্ত্রাস বেঁচে থাকবে। ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন অমুসলিমদের কোনও নিরাপত্তা থাকবে না, মুক্তচিন্তক এবং যুক্তিবাদীদের কোনও নিরাপত্তা থাকবে না, নারীর কোনও নিরাপত্তা থাকবে না।”
তিনি বলেন, “ইসলাম যতদিন বেঁচে থাকবে, ফুল শুকিয়ে যেতে থাকবে, শিশুরা মরে যেতে থাকবে, বৃষ্টির মতো ঝরে পড়তে থাকবে লক্ষ লক্ষ মৃত পায়রা, ইসলামের গর্ভ থেকে জন্ম নিতে থাকবে ঘৃণা, জন্ম নিতে থাকবে কুৎসিত দানব। ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন সভ্য হবে না কোনও রাজ্য, কোনও রাষ্ট্র, সভ্য হবে না পৃথিবী।”
তিনি নিজেকে নাস্তিক হিসেবে দাবি করলেও জানিয়েছেন, পহেলগাঁওয়ের ঘটনায় তিনি ক্ষুব্ধ।