আমাদের ভারত, মির্শিদাবাদ, ২৭ ডিসেম্বর: নবগ্রাম এর পাঁচগ্রামে মোবাইল সারানোর সময় ব্যাটারি ফেটে গুরুতর আহত এক যুবক। আহত নিউটন শেখ নামের ঐ যুবক কে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে শনিবার রাতে নবগ্রাম থানার পাঁচগ্রাম এলাকায় নিজের দোকানে মোবাইল সারাচ্ছিলেন নিউটন শেখ। তখনই শর্ট সার্কিট হয়ে মোবাইল এর ব্যাটারি ফেটে যায়। গুরুতর ভাবে জখম হয় ঐ যুবকের দুই চোখ। স্থানীয়দের তৎপরতায় প্রথমে তাঁকে পাঁচগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

