আমাদের ভারত, মালদা, ১৯ নভেম্বর: মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছে ৫ জন। কারখানার রিসাইকেল মেশিন থেকে বিস্ফোরণ হয় বলে প্রাথমিক ধারণা। মৃতদের নাম, প্রমিলা মন্ডল(৪৫), জুলি বেওয়া(৩৫), জুলেখা বিবি(২৫), আবু শাহেদ(৪৫), মুসা শেখ(৫০)। এরা প্রত্যেকেই এখানে শ্রমিকের কাজ করতেন।
বৃহস্পতিবার সকালে জনবহুল কালিয়াচক থানার সুজাপুর এলাকায় এই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা দেখেন বেশ কয়েকজন আহত হয়ে পড়ে আছে এবং ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা কারখানার রিসাইকেল বিন মেশিনে বিস্ফোরণের ফলে এ ধরণের ঘটনা ঘটেছে।
জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন,
ঘটনাস্থলে ফরেনসিক টিম আসছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চলছে।
যদিও বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য এন আই এ তদন্তের দাবি করা হয়েছে। উত্তর মালদার বিজেপি সংসদ খগেন মুর্মু বলেন, এ ধরনের ঘটনা বিস্ফোরক মজুদ না রাখলে সম্ভব নয়। রাজ্য পুলিশের দ্বারা এ তদন্ত হবে না। এজন্য এনআইএ কে প্রয়োজন।
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করেছেন সুজাপুরের কংগ্রেস বিধায়ক ইশা খান চৌধুরী, পাশাপাশি তিনি ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন।
তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে মেশিন থেকেই বিস্ফোরণ হয়েছে, গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।