আমাদের ভারত, নদিয়া, ৩ জানুয়ারি: নৈহাটিতে একটি বাজি কারখানায় বিস্ফোরণ। গুরুতর আহত পাঁচ জন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কা জনক।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্রায় সাত থেকে আট কিলোমিটার এলাকা জুড়ে কেঁপে ওঠে বাড়ি ঘর।আতঙ্কে মানুষ ঘর থেকে বেড়িয়ে পড়ে। তবে ওই এলাকার ছবি তুলতে দিচ্ছে না এলাকার মানুষ।
এক বছর আগেও এখানে বিস্ফোরণের জেরে মারা গিয়েছিলো পাঁচ জন। তারপরও এই বেআইনি বাজি কারখানা চলছিল। কারখানার মালিক নুর হুসেন পলাতক। ওই কারখানায় তেজস্ক্রিয় কোনও বোমা বাঁধা হচ্ছিল কিনা তার তদন্তে নৈহাটি থানার পুলিশ।