জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: সাত সকালেই প্রবল বিস্ফোরণে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে উড়ে গেল পাকা বাড়ির একাংশ। পুরোপুরি ঝলসে গেলেন ২ ব্যক্তি। জানাগেছে, একটি অবৈধ বাজি কারখানায় সঞ্চয় করে রাখা প্রচুর পরিমাণ বারুদ ও শব্দ বাজিতে অগ্নিসংযোগের ফলেই এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় শক্তপোক্ত একটি কংক্রিটের বাড়ি ধসে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের এই তীব্রতায় এলাকার বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে শুধুই বাজি নাকি বোমাও মজুত করা হয়েছিল ওই কারখানায়? ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাজি তৈরি বারুদের কাজ করার সময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বাড়ির দেয়াল ও চাল উড়ে গিয়েছে। আগুন লেগে গিয়ে ভস্মীভূত হয়েছে বাড়ির একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে দুই জন গুরুতর আহত হন। পুলিন বিহারী জানা এই অবৈধ বাজি কারখানার মালিক বলে জানা গেছে। আহত দু’জন ব্যক্তির নাম কানাই কর(৪৫), ও রতন কর (৩৮) বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতাল পাঠায়। এলাকায় এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে কেশিয়াড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।